1. সপ্তক কার্যক্রম

নরেন বিশ্বাস পদক প্রাপ্তিতে সপ্তক সাহিত্য চক্র কর্তৃক ভাষাসৈনিক খান জিয়াউল হকের সম্বর্ধনা

২০১২ সাল। ২৬ ডিসেম্বর বুধবার বিকালটা ছিল সপ্তক সাহিত্য চক্র’র জন্য এক অনন্য দিন। এ দিনে মাগুরার খ্যাতিমান শিক্ষাবিদ ভাষাসৈনিক খান জিয়াউল হককে সংগঠনটি এক সম্বর্ধনা প্রদান করে। সম্বর্ধনা প্রদানের হেতু জনাব জিয়াউল হকের নরেন বিশ্বাস পদক প্রাপ্তি। সপ্তক মনে করে তাঁর এই প্রাপ্তি মাগুরাবাসির জন্য গর্বের বিষয়।

সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি বিকাশ মজুমদার। স্মৃতিচারণ বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর কৃষ্ণপদ রায়, প্রয়াত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন শিকদার, প্রয়াত এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, কবি পরেশ কান্তি সাহা, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, ডাঃ তাসুকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান জিয়াউল হক স্যারের অগনিত ছাত্র-ছাত্রি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তক সাহিত্য চক্র’র সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান।