1. সপ্তক কার্যক্রম

বিনোদপুরে বিপ্লবী গনেশ ঘোষের মৃত্যুবার্ষিকী পালন

২২ ডিসেম্বর ২০২১ তারিখ। বুধবার। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন বিনোদপুর গ্রামে পালিত হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা গনেশ ঘোষের ২৯তম মৃত্যু দিবস। বিনোদপুর সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান। গনেশ ঘোষের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে স্বাগত বক্তা হিসাবে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন গনেশ ঘোষের তৃতীয় প্রজন্মের বংশধর দীনবন্ধু ঘোষ। প্রধান আলোচক হিসেবে গনেশ জীবনবৃত্তান্ত কর্মজীবন তুলে ধরেন বিনোদপুরের সন্তান যুগ্ম জেলা দায়রা জজ জাহিদুল আজাদ। বিশেষ আলোচক হিসেবে সপ্তক সাহিত্য চক্র’র সাধারণ সম্পাদক কবি শিকদার ওয়ালিউজ্জামান প্রতিবছর এই মৃত্যুদিবসটিকে আড়ম্বরপূর্ণভাবে পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি গনেশ ঘোষের স্মরণে কোন স্থাপনা নির্মাণ এবং স্মরণিকা প্রকাশের বিষয়েও প্রস্তাব করেন। সভাপতি তার বক্তব্যে পরের বছর আরো বিস্তৃত পরিসরে দিনটি পালনের প্রতিশ্রুতি দেন। আরও অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণজিৎ পাল, রণজিৎ বিশ্বাস ও চিত্তরঞ্জন রায়, অমরেশ বসু ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোঃ জিল্লুর রহমান, বিনোদপুর ইউপি সদস্য মিজানুর রহমান খোকন ও তসলিমা বেগম।

কবি সুদেব চক্রবর্তী, দীপঙ্কর ঘোষ, চন্দন রায় ও বাবু ঘোষের উদ্যোগে সাড়া দিয়ে বিনোদপুর গ্রামবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রমথনাথ সংগীত একাডেমি দেশাত্ববোধক গান পরিবেশন করে। Soptok Media অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে গনেশ ঘোষের উপর নির্মিত একটি প্রতিবেদন প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করে।