আফরোজ জাহান (১৯৬৭ – )

কবি আফরোজ জাহান এর জন্ম ১৯৬৭ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জের গাইটালে। বাবা আবুল কাশেম এবং রাবেয়া খাতুন। ১৯৮৩ সালে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। কিশোরগঞ্জ মহিলা কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে সরকারি ইডেন মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মান ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি তার স্বামী, মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক মোঃ সালাউদ্দিন ও দুই ছেলে-মেয়েকে নিয়ে মাগুরা দোয়ারপাড় দোয়ারপাড় এলাকায় বসবাস করছেন। মাগুরা স্টেডিয়াম পাড়া মহিলা আলিম মাদ্রাসায় বাংলা প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মোবাইল: ০১৭১৭৭৩১৮৩২। সপ্তক সাহিত্য চক্র’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সহ-সভাপতি।  প্রকাশিত বই: যেভাবে মঙ্গলগ্রহ হলো প্রাণহীন (কাব্যগ্রন্থ)। 

Contributor
Do you like সম্পাদক's articles? Follow on social!