Profile

Profile

Profile

সম্পাদক's articles

  1. উপদেষ্টা মণ্ডলী
বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক। নির্বাহী পরিচালক, হোম ডিজাইন, ঢাকা। উপদেষ্টা ও পৃষ্টপোষক, সপ্তক সাহিত্য চক্র। জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৬৭ মাগুরা শহরের মাতৃসদন হাসপাতাল পাড়া। পিতা হাজী মোঃ আলতাফ হোসেন। মাতা আয়েসা খানম।
  1. উপদেষ্টা মণ্ডলী
সপ্তক সাহিত্য চক্র’র উপদেষ্টা সদস্য। সাবেক সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন)। পিতা: বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান। মাতা: বেগম মনোয়ারা জামান। । 
  1. উপদেষ্টা মণ্ডলী
বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক। সাবেক প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫৮ মাগুরা সদর উপজেলার গৃহগ্রাম গ্রামে। পিতা সৈয়দ আব্দুল ওয়াজেদ, মাতা সৈয়দা মাহমুদা খাতুন। মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮১ সালে এল এল বি ডিগ্রি লাভ করেন। তিনি সপ্তক সাহিত্য চক্র’র সম্মানিত উপদেষ্টা সদস্য।
  1. সপ্তক পরিবার
কবি, প্রবন্ধকার ও ছোটকাগজ সম্পাদক । ঠিকানা পারনান্দুয়ালী, মাগুরা। মোবাইল ০১৭২৬-৭০২৮৪৬। ইমেইল mmustafa72@gmail.com । সম্পাদনার ছোটকাগজ লেখমালা। কবিতা: সাবিত্রীর জানালা খোলা (১৯৯৮), কুহকের প্রত্নলিপি (২০০১ ও ২০০৯),  আদর্শলিপি: পুনর্লিখন (২০০৭), এ আলোআঁধার আমার (২০০৮, কলকাতা সংস্করণ ২০১৪), পিপাসার জলসত্র (২০১০), শিখাসীমন্তিনী (২০১২), একাত্তরের এলিজি (২০১৩) ও শনিবার ও হাওয়াঘুড়ি (২০১৫), ব্যক্তিগত মেঘ ও স্মৃতির জলসত্র […]
  1. সপ্তক পরিবার
কবি আফরোজ জাহান এর জন্ম ১৯৬৭ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জের গাইটালে। বাবা আবুল কাশেম এবং রাবেয়া খাতুন। ১৯৮৩ সালে এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। কিশোরগঞ্জ মহিলা কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে সরকারি ইডেন মহিলা কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মান ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। […]
  1. সপ্তক পরিবার
কবি ও ওয়েব ডেভেলপার। জন্ম ০৯ আগষ্ট, ২০০১ সালে ঢাকায়। কবরের ঠিকানা শরীয়তপুর হলেও বর্তমানে ঢাকার রাষ্ট্র মিরপুরে বসবাসরত। মোবাইল নাম্বার- ০১৬১২৯১১১৮৯ ইমেইল এড্রেস- mdalaminsabbir[at]gmail[dot]com প্রকাশিত বই— “নিউট্রাল/N•0 চিহ্নিত“

শেয়ার করুন

Share on facebook
Share on whatsapp
Share on email

সর্বশেষ আপডেট