বীরেন মুখার্জী (১৯৬৯-)

কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, ছোটকাগজ সম্পাদক, নাট্য পরিচালক ও সাংবাদিক। ঠিকানা- গ্রাম: দরি শলই, উপজেলা: শালিখা, জেলা: মাগুরা। মোবাইল ০১৭১৮-৮৪৬৮৬৭। ইমেইল biren_mj99@yahoo.com । সম্পাদনার ছোটকাগজ দৃষ্টি। কবিতাগ্রন্থ: উদ্ভ্রান্ত সময় (১৯৯৮, কলকাতা), প্রণয়ের চিহ্নপর্ব (২০০৯), প্লানচেট ভোর কিংবা মাতাল বাতাস (২০১১), নৈঃশব্দ্যের ঘ্রাণ (২০১২), পালকের ঐশ্বর্য (২০১৩), মৌনতা (২০১৩), জলের কারুকাজ (২০১৪), হেমন্তের অর্কেস্ট্রা (২০১৬), গুচ্ছঘাসের অন্ধকার (২০১৭)। প্রবন্ধগ্রন্থ: কবির অন্তর্লোক ও অন্যান্য প্রবন্ধ (২০১২), বাংলা কবিতায় ঐতিহ্য (সম্পাদনা ২০১৪), সাহিত্যের প্রতিপাঠ (২০১৪), কবিতার শক্তি (২০১৭), সৈয়দ শামসুল হক : জলেশ্বরীর শুদ্ধ মনীষী (২০১৭)। গবেষণা: মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস মাগুরা জেলা (২০১৭)।  গল্পগ্রন্থ: পাগলী ও বুড়ো বটগাছ (২০১৬)

Do you like সম্পাদক's articles? Follow on social!