হোসনে আরা মণি

জন্ম – মাগুরা জেলার মহম্মদপুর থানার ওমেদপুর গ্রামে নানা বাড়িতে। পিতা- মোঃ আব্দুল গফ্ফার মোল্লা। মাতা- সালেহা ইয়াসমনি। র্বতমান অবস্থান :  বগুড়ায়। পশো : সরকারী চাকরি। প্রকাশতি গ্রন্থ ০৬টি। গল্পগ্রন্থঃ অপরাজিতা (২০১৩), জীবনের পেয়ালায় ছোট্ট চুমুক (২০১৪), নদীও নারীর মত কথা কয়(২০১৬, মহাকালের প্রান্তরে (২০১৭), লিলুয়া জীবনের নারীগণ(২০১৭), উপন্যাসঃ বিবিক্তা(২০১৯)। পুরস্কার : ছোটগল্প সম্মাননা (র্বণকথা সাহিত্য পরিষদ)। প্রজন্ম পুরস্কার ২০১২ (শেরপুর সাহত্যি চক্র)। স্মারক সাহিত্য সম্মাননা (অপরাজিত- সাহিত্য ভাবনার ছোট কাগজ)। ছোটগল্প সম্মাননা (দৈনিক সংবাদ কণিকা)। দৃষ্টি সম্মাননা।

Do you like সম্পাদক's articles? Follow on social!