মোজাফ্ফর হোসেন (১৯৮৬- )

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম ২১ নভেম্বর ১৯৮৬ মেহেরপুর জেলার শালিকা গ্রামে  মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদকিতা দিয়ে র্কমজীবন শুরু করেন। র্বতমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। অতীত একটা ভিনদেশ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার এবং স্বাধীন দেশের পরাধীন মানুষেরা গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ছোটগল্পের জন্য তিনি অরণি সাহিত্য পুরস্কার ও বৈশাখি টলেভিশিন পুরস্কারে ভূষতি হন। ছোটগল্প নিয়ে তাঁর পাঠে বিশ্লেষনে বিশ্বগল্প বইটি বাংলা সাহিত্যে অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। কলকাতা থেকে প্রকাশিত গল্পগ্রন্থ ধরে মোট গল্পগ্রন্থ ৭টি। মেহেরপুরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাস তিমিরযাত্র প্রকাশতি হয়েছে ২০২০ সালে সম্পাদনা, প্রবন্ধ ও অনুবাদ মিলিয়ে এ র্পযন্ত মোট প্রকাশতি গ্রন্থ ১৫টির মতো। 

Do you like সম্পাদক's articles? Follow on social!