নাজিম খোকন (১৯৬২-)

কবি, গল্পকার। জন্ম যশোর জেলার মাগুরা মহকুমার কাঠাখালি গ্রামে মাতুলালয়ে। পিতা ডাঃ এম অহাজুল হক। মা মিসেস রাবেয়া হক টুলু। শিক্ষা খুলনা সরকারী ল্যাবরেটরী হাই স্কুল, দৌলতপুর কলেজ, সরকারী বি এল বিশ্ববিদ্যালয় কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাব্যগ্রন্থ ৩টি। কবিতারা কথা কয় (১৯৮২), রাজপুত্র ও বিবিধ বেলুন (২০১৭), এ আমার একান্ত ক্যানভাস (২০২০)। নাটক- বুত অদ্ভুত (২০১৬), ক (২০১৯)। পেশা- পেশা প্রাক্তন এনজিও কর্মকর্তা, শিক্ষকতা, ব্যবসা, এবং পরিশেষে স্বেচ্ছায় বেকারত্ব। কবিতা, প্রবন্ধ ও নাটকের পাশাপাশি তার সখ রবীন্দ্র সংগীত ও বাগান করা। মোবাইল ০১৭১১-১০৮৫৯১।  

Do you like সম্পাদক's articles? Follow on social!