গালিব রহমান (১৯৭৭- )

কবি ও সম্পাদক। জন্ম রাজবাড়ি জেলায়। বেড়ে ওঠা রাজবাড়ী ফরিদপুর চুয়াডাঙ্গার শহর গ্রামে। শৈশবে মক্তর আর মাদ্রাসায় পড়েছেন। মাদ্রাসায় পড়া অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যান অজানার পথে। তখন তার বয়স ১২ বছর। নানান জায়গা ঘুরে ঘুরে এক সময় আটকে যান সীমান্ত শহর দর্শনায়। কৈশোর কাটে তার বিচিত্র মানুষ আর প্রকৃতি পাঠে। কোথাও স্থিরতা আসেনি এখনও। শ্রম দিয়েছেন হোটেল বয়, দর্জি, ফেরিওয়ালা, কনফেকশনারি, ওষুধ কোম্পানীর সেলসম্যানও ও শিশুস্কুলের কেরানি হিসেবে। লিটল ম্যাগ কর্মী হিসেবে কাজ করেন অক্ষর, অন্তজ, সময়কাল, সপ্তক ও দিনপুরাণ ছোটকাগজে। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। যে সুতোয় বোনা যায় সমতল আবাস (২০১৫), মায়ের প্রতি সেজদা (২০১৬) এবং জ্বলে ওঠে দেহের সবুজ (২০১৭)। মোবাইল ০১৯৩৮-৯৫৩৭৪৮। ই-মেইল galibrahman11@gmail.com 

Do you like সম্পাদক's articles? Follow on social!